শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে আজ সরকারি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব মাহফুজ আলম। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।
এই প্রত্যাহারের ঘটনা ঘটে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে। দুপুরের পর রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভিতরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে দ্রুত প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় এখনও কোনো মামলা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।