মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোমিনতলা মোড় থেকে ভারতীয় নাগরিক সুজন
বিশ্বাস (৪৫) নামের এক জনকে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায়
মোমিনতলা মোড়ে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সদস্যদের হাতে আটক সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া গ্রামের বাদেরপাড়
এলাকার জগেশ বিশ্বাসের ছেলে।
বিজিবি সুত্রে জানাগেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোমিনতলা মোড়ে ঘোরাঘুরি করার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।