বাংলা এফএম ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ লক্ষ্যে বরাদ্দ রাখা হচ্ছে ৭৬১ কোটি টাকা। ঢাকার মিরপুরে নির্মিত হবে ১৪ তলা বিশিষ্ট ২৫টি ভবন, যেখানে এক হাজার স্কয়ারফুট আয়তনের ২ হাজার ৬০০টি ফ্ল্যাট বিনামূল্যে হস্তান্তর করা হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মিরপুর-১৪ নম্বর সেক্টরে পাঁচ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হবে। প্রতিটি ভবনে থাকবে ১০৪টি করে ফ্ল্যাট। সচিব মনদীপ ঘরাই জানান, বাজেট পাস হওয়ার পর দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণত গৃহায়ন কর্তৃপক্ষকে বাজেট থেকে ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, যাতে শহীদ পরিবার ও আহতরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট পান।
এছাড়া, শহীদ পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে নতুন বাজেটে আলাদা বরাদ্দ থাকছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হবে মাসিক সম্মানী ভাতা, এককালীন অনুদান ও চিকিৎসা সহায়তা। এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৫৯৩ কোটি টাকা করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ ছিল। চলতি বাজেটেই শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা করে অনুদানসহ ও আহতদের চিকিৎসা, পুনর্বাসনে মোট ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা চাওয়া হয়েছিল।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের কর্মসংস্থানে জোর দেওয়া হচ্ছে। পিকেএসএফসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও পুনর্বাসনের কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকার বলছে, শহীদের পরিবার ও আহতদের সম্মান, পুনর্বাসন এবং আর্থিক সুরক্ষাই এখন রাষ্ট্রীয় অগ্রাধিকার।