Staff Correspondent:
ঈদুল আজহা সামনে রেখে আজ বুধবার (২১ মে) থেকে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয় জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। ঈদযাত্রার বিশেষ ব্যবস্থায় মোট সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি হবে।
টিকিট বিক্রির সময়সূচি:
- ৩১ মে‘র টিকিট: ২১ মে
- ১ জুন‘র টিকিট: ২২ মে
- ২ জুন‘র টিকিট: ২৩ মে
- ৩ জুন‘র টিকিট: ২৪ মে
- ৪ জুন‘র টিকিট: ২৫ মে
- ৫ জুন‘র টিকিট: ২৬ মে
- ৬ জুন‘র টিকিট: ২৭ মে
রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, যাত্রার ১০ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “টিকিট কাটার জন্য যাত্রীদের অনলাইন পোর্টাল ব্যবহার করতে হবে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হবে না।”
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে নানা প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান সংশ্লিষ্টরা।