গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, মার্কিন দূতাবাসের সামনে অবস্থান
অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (৭ এপ্রিল) সকালে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে একদল তরুণ প্রতিবাদ হিসেবে মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মিছিলে উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের সামনে সকাল থেকে সেনা সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে রাখা হয়, এবং প্রায় সবাইকে তল্লাশি করা হচ্ছিল। ফুটপাতে বা রাস্তায় দাঁড়ানো নিষিদ্ধ করা হয়।
দুপুরের দিকে, নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল এবং পুলিশ ও সেনা সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এক শিক্ষার্থী বিক্ষোভের সময় বলেন, “ফিলিস্তিন গাজার জয় হবেই হবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার বিশ্ব মুসলিমদের এক হওয়া এবং জিহাদ ঘোষণা করা, যা শুরু হয়েছে এই বিক্ষোভ দিয়ে।”