বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করার আইন চ্যালেঞ্জে রিট দায়ের।
দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক যদি শুধু ‘বিয়ের প্রতিশ্রুতি’ না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে এটি ব্যক্তির স্বাধীনতা ও নারীর সম্মতির অধিকারকে লঙ্ঘন করবে। এই যুক্তি তুলে ধরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ করার বর্তমান আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে জানানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ, বে-আইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশনের’ পক্ষে আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, যদি দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক শুধু ‘বিয়ের প্রতিশ্রুতি’ না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে এটি ব্যক্তি স্বাধীনতা এবং নারীর সম্মতির অধিকারকে চরমভাবে লঙ্ঘন করবে। এছাড়া, এই ধরনের অভিযোগে নারীকে নির্বোধ বা লোভী হিসেবে চিত্রায়িত করা হয়, যা নারীর সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার পরিপন্থি।