কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৯ টি কেন্দ্রে মোট ৪ হাজার ৩ শত ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান, বাংলাদেশ তাঁত শিল্প কুমারখালীর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, কুমারখালী থানার এ এস আই এখলাস সহ অনেকে উপস্থিত ছিলেন।