ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। সকাল থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, নারী ও শিশু—সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উদ্যান ও তার আশপাশের এলাকা।
রোদে পুড়ে, ঘামে ভিজে মানুষ মিছিল নিয়ে হাজির হন উদ্যানের দিকে। সবার মুখে ছিল স্লোগান— ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব?’, ‘তুমি কে, আমি কে?—ফিলিস্তিন! ফিলিস্তিন!’। ফিলিস্তিনের পতাকা ও নানা প্রতিবাদী ব্যানার-প্ল্যাকার্ডে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।
মূল কর্মসূচি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শুরু হয় ঢল। রাজধানীসহ আশপাশের এলাকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে পায়ে হেঁটে, রিকশায়, বাসে কিংবা মিছিল করে মানুষ আসতে থাকেন। ঢাকার কাওরান বাজার, বাংলামটর, শাহবাগ, শান্তিনগর, মৌচাক, মালিবাগ এলাকা থেকে মানুষের স্রোত ছড়িয়ে পড়ে সোহরাওয়ার্দীর দিকে।
মানুষের ঢলে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শান্তিনগর ফ্লাইওভার দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে থাকেন। ফলে ফ্লাইওভার ও আশপাশের সড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে।
এই গণজমায়েত আর স্লোগানের মধ্য দিয়ে স্পষ্ট এক বার্তাই দেওয়া হয়েছে— মানবতা, ন্যায়বিচার ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাঙালির এককাট্টা অবস্থান।