Md. Abdul Quddus
Sirajganj Correspondent:
অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে ১৮ এপ্রিল শুক্রবার রাতে তাঁর বারিধারার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। পরিকল্পনা উপদেষ্টা ২০২০ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিতে গিয়েছিলেন।বৈঠকের শুরুতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপদেষ্টা মহোদয়কে সেই সময়ের স্মৃতি বিজড়িত একটি ছবি উপহার দেন।

দীর্ঘ দুই ঘন্টার আলাপচারিতায় মাননীয় উপদেষ্টা মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেন। আলোচনার বেশিরভাগ সময় জুড়ে ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপিপি, উন্নয়ন এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতির বিষয়ে। উপদেষ্টা মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করে সবসময় এর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সুবিধাজনক সময়ে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যাওয়ার উপাচার্যের আমন্ত্রন গ্রহন করেন। সেসময় উপ- উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী প্রফেসর নাসিমউদ্দিন মালিথার সন্তান সিনিয়র সাংবাদিক চকোর মালিথা উপস্থিত ছিলেন।