Staff Correspondent – ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (তারিখ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীদের স্লোগান
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:
- “চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”
- “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”
- “আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো”
- “আওয়ামী লীগ স্ট্যান্ড ব্যাক”
- “অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে গুম, হত্যা ও নিপীড়ন চালিয়েছে। তারা বলেন, “ছাত্র-জনতাকে পাখির মতো হত্যা করেছে, তাই আওয়ামী লীগের কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর নেই।”
বক্তারা আরও বলেন, জুলাইয়ের পর আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ভিত্তি নেই এবং যদি ইনিয়েবিনিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন যে, জুলাইয়ে আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, অথচ অন্তর্বর্তীকালীন সরকার এখনো আওয়ামী লীগের বিচার করতে পারেনি। তারা দ্রুত আওয়ামী লীগের বিচার করে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান।
এই বিক্ষোভের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।