জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
১৫ মার্চ ২০২৫ ইং উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৫ ইং উপলক্ষে- শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান’র সভাপতিত্বে, আরএমও ডা. তারিক জামিল অপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা স্যানেটারী অফিসার মো. শহীদুল্লাহ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ সহ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য- আগামী শনিবার ১৫ মার্চ ২০২৫ ইং তারিখে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল ক্যাপসুল ভিটামিন এ খাওয়ানো হবে। শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ১৯২ টি টীকা কেন্দ্রে একযোগে ২৮ হাজার ৬শ ৯২ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যারা অসুস্থতার কারণে নির্ধারিত তারিখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়াতে পারলে স্থানীয় স্বাস্থ্য কমল্পেক্সে ১ সপ্তাহের ভিতরে গিয়ে খাওয়াতে পারবেন।