সৌদি আরবে মঙ্গলবার (২৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র হজ এবং পরদিন ৬ জুন (শুক্রবার) উদ্যাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওমানও ৬ জুন ঈদুল আজহার ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়াও একই তারিখে ঈদ উদ্যাপনের সিদ্ধান্ত জানায়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদের এই সময়টিকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।