Sadrul Law:
সৌদি আরবে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। সে হিসেবে বাংলাদেশেও আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ হওয়ার সম্ভাবনা হয়েছে।
এমন সমীকরণে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই আজ রোববার (৩০ মার্চ) ছুটছেন বাড়ির পথে। বাস-ট্রেন-লঞ্চে যে যেভাবে পারছে ঢাকা ছেড়ে যাচ্ছেন।
এ দিন সকাল থেকে সদরঘাটে লঞ্চ যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেবিনের পাশাপাশি ডেকে শুয়ে-বসে বাড়ি ফিরছেন হাজারও যাত্রী। দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে লঞ্চেই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানান তারা।
ডেক থেকে কেবিন এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও। যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা।
তবে যাত্রীদের অভিযোগ, রাত থেকে অনেক লঞ্চ সময়মতো ছেড়ে যায়নি। তাই কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এসময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন তারা।
কমলাপুর রেলস্টেশনেও আজ দেখা গেছে উপচেপড়া ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী।
এবারে ট্রেনের ঈদযাত্রা স্বস্তির বলে জানিয়েছেন যাত্রীরা। কোনো ধরণের শিডিউল বিপর্যয় নেই। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে।
কয়েকস্তরের নিরাপত্তা বলয় পার হয়ে স্টেশনে ঢুকছেন যাত্রীরা। ট্রেনে জায়গা না থাকায় ছাদে চড়েছেন অনেকে।
এদিকে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে অল্প দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা।