ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় সীমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তার ছয় বছরের মেয়ের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইকুরিয়া আগানগর এলাকার আমবাগিচার পেছনে বউবাজারের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সীমা আক্তার মাদারীপুর সদর উপজেলার বড় কান্দি গ্রামের জলিল বেপারীর মেয়ে। তিনি ফল ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী এবং পরিবারসহ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সীমা তার মেয়ে সাকিবাকে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা?
নিহতের স্বামী আক্তার হোসেন জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, “সীমার কানের দুল, স্বর্ণের চেইন ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এটি শুধু ছিনতাই, নাকি অন্য কোনো ষড়যন্ত্র, তা বুঝতে পারছি না।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”
স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কিত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।