কুষ্টিয়া ৯ মার্চ ২০২৫
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাসহ দুটি হত্যা চেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। রোববার বেলা ৩টার দিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসলে নগ্ন হামলার শিকার হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান নিজে বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু। এছাড়া ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরো একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়। দুটি মামলায় রোববার বেলা আড়াইটার দিকে হাসানুল হক ইনুকে কড়া পাহারায় কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়। এ সময় বিপুল সংখ্যক জাসদ নেতাকর্মী আদালত চত্বরে ভীড় করেন।
Trending
- যশোরে সাড়ে চার কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক
- ঋণ করে হলেও একটু ঘি খান : ফরিদা আখতার
- যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
- বর্তমান সময়েও রয়েছে ‘এজিদি মানসিকতা’: ব্যারিস্টার শাহেদুল আজম
- জয়পুরহাটে এনসিপি’র পথসভা: “নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না”:নাহিদ ইসলাম
- জয়পুরহাটে নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম
- কাপাসিয়ায় ১০দিনে তিনটি খুনের ঘটনা, আতঙ্কে এলাকাবাসী
- কয়েকশত গাড়ির বহর নিয়ে ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ