গতকাল অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার ফলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সেবা উভয় ক্ষেত্রেই খরচ কমবে।
প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকার ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে, যাতে সাধারণ মানুষ কম খরচে ইন্টারনেট সেবা পায়। পাইকারি পর্যায়ে দাম কমানো তার মধ্যে একটি বড় পদক্ষেপ। এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ধরনের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে। পাশাপাশি, মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেয়া হবে, যার ফলে তাদের ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমে যাবে।
তিনি আরও জানান, টেলিকম অপারেটরদের সাথে ইতোমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে এবং তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ফয়েজ আহমদ জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সাথে যুক্ত হবে।