মিকেল চাকমা,রাঙ্গামাটি:
জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদান কারী ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতে ২০ তম পথযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরের দিকে রাঙ্গামাটি শহরের জেলা শিল্পকলা থেকে পথযাত্রা শুরু করে বনরুপা এসে আলোচনা সভার মধ্যে দিয়ে পথযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়।
পথযাত্রা ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম,জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,তাসলিম জারাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির সংগঠক তাসলিম জারা বলেন, পার্বত্য অঞ্চলে যেসব জনগোষ্ঠী রয়েছে সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কাউকে পেছনে পেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।কিছু মানুষের অধিকার আছে, কিছু মানুষের অধিকার নেই এমন সংবিধান আমরা চাই না।এমন সংবিধান চাই যেখানে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার সংরক্ষিত থাকবে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,পার্বত্য অঞ্চলসহ উত্তর, দক্ষিণ, পশ্চিম অঞ্চলের দুর্গম এলাকায় দুর্নীতিবাজ আমলা,কর্মকর্তা, ও কর্মচারীদের শাস্তিমূলক বদলি করা হয়।তাদেরকে এসব এলাকায় বদলী না করে নির্ধারিত আইনি কাঠামোর মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন,কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে গায়ে হাত দেয়া,মঞ্চে আগুন দেয়া এগুলো হচ্ছে ফ্যাসিবাদী চরিত্র। আমরা দেখে নেবো প্রবীনরা কি কথা বলছে। প্রবীনরা যদি আমাদের কথায় কথায় সমুদ্রে ভাসিয়ে দেয়ার কথা বলে, বিভিন্নভাবে তিরস্কার করে তাহলে বুঝে নিবো তাদের থেকে আর আমাদের শেখার কিছু নেই।
মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, পাহাড় ও সমতলে আমরা সবাই একসাথে সম্প্রীতি, সৌহার্দ্য ইনসাফের রাজনীতি করবো ভুলভ্রান্তি উর্ধে উঠে।রাষ্ট্রব্যবস্থা,সমাজব্যবস্থা,ভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম,বিভিন্ন বর্ণের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য বক্তারা।