Lalmohammad Kibria:
শেরপূরের নালিতাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)এর উদ্যোগে ইফতার মাহফিল অনূষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা শহরের মিথুন ভিলায় অনুষ্ঠিত উপজেলা এনসিপির আহবায়ক আলমগীর কবীর মিথুন এর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃধা।
উপজেলা এনসিপির দায়িত্বপ্রাপ্ত জোবায়ের আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপির সাবেক আহবায়ক ও পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর, সিদ্দিক সহ সভাপতি এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি বর্তমান কমিটির উপদেষ্টা যথাক্রমে আলহাজ্ব হাকাম হীরা ও সামেদুল ইসলাম তালুকদার।
এসময় ইফতার মাহফিলে ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Lal Md. Shahjahan Kibria