এস. কে. রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর নেতৃত্বে উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনা নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ড্রেজার মালিক মো. লোকমান হোসেন-কে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান,
“অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজারও জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা জানান, যমুনা নদীতে অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর পদক্ষেপ জরুরি।