সদরপুর উপজেলা (ফরিদপুর)প্রতিনিধিঃ
বৈধ কাগজপত্র ছাড়াই অনুমোদন বিহীন ভাবে তিনটি ইটভাটা চলছিল সবার সামনেই। মালিকরা সরকারী নিয়মনীতি না মেনে অবৈধভাবে তাদের ইটভাটায় কার্যক্রম চালিয়ে আসছিল।
রবিবার (১৩এপ্রিল) সন্ধ্যা ৬ টার সময় ফরিদপুরের সদরপুর উপজেলার অবৈধ ৩ টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
ইটভাটার প্রত্যেক মালিককে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেন সেই সাথে অবৈধ ৩ টি ইটভাটা বন্ধের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান সরকারী ভাবে ইটভাটার তালিকা যাচাই করা হলে তিনটি ইটভাটার কোন বৈধ কাগজপত্র না পেয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়৷ ইটিভাটা তিনটি হচ্ছে আর,এ,এস,ফ্রেন্ড ফ্রিকস ও এবিএম ব্রিক ফিল্ড।
ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়িন্ত্রন আইন ২০১৩(৪)ধারায় এদের প্রত্যেক জরিমানা করা হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস মোল্যা।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, ইটভাটায় নিষিদ্ধ জ্বালানী কাঠ ব্যাবহারের অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে তাছাড়া বৈধ কাগজ না থাকলে ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান৷
Md. Sheikh Chobahan
সদরপুর উপজেলা প্রতিনিধি