লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি ও সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী এলাকায় পৃথক অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে এ অভিযান চালানো হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুদল্লাহ আল ইমরান সাংবাদিকদের জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশের সহযোগীতায় পৌরসভার বাগবাড়ি এলাকায় নিউ পোলার আইসক্রিম নামক ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিভিন্ন নামে অনুমোদনহীনভাবে উৎপাদিত আইসক্রিম, মেয়াদবিহীন আইসক্রিম, ঘনচিনি, মেয়াদ ছাড়া বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক নুর নবীর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া সদর উপজেলার জামিরতলী এলাকায় মতিন ফুড প্রোডাক্টস নামক খাদ্য কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে উৎপাদিত চিপসও চানাচুর, মেয়াদবিহীন অন্যান্য খাদ্যপণ্য, ব্যবহার অনুপযোগী পোড়া তেল ইত্যাদি জব্দ করে জব্দ করে ধ্বংস করা হয়।
এসব অপরাধের জন্য খাদ্যস্থাপনাটির মালিক মোহাম্মদ মতিন এর কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিউল ইসলাম খান
Lakshmipur