শাহ আলম জাহাঙ্গীর ,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে সয়াবিন তেল মোড়কজাতকরণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আাজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়ের পাশে অবৈধভাবে সয়াবিন তেল মোড়কজাতকরণের অপরাধে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান দীর্ঘ দুই মাস যাবত “PRIME fortified soyaben oil” নামে মোড়কজাত ৫ লিটার, ২ লিটার, ১লিটার বোতলে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত সয়াবিন তেল বাজারজাত করে আসছেন সাইফুল ইসলাম। তাই ভোক্তা অধিকার আইনে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইনানুগ সার্বিক সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ।