ময়মনসিংহ প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি” — এই প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহ জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাত ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
পুলিশ সুপার জানান, বিদ্যমান কোটা অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে ৭১ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে নতুন রিক্রুটদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশের সেবা করার আহ্বান জানান। এসময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত:
- মোট শূন্য পদ: ৭১টি
- প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে অংশগ্রহণ: ৩,৮৯২ জন
- শারীরিক সক্ষমতা যাচাই (PET) উত্তীর্ণ: ৯১০ জন
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ: ১৩৮ জন
- চূড়ান্তভাবে মনোনীত: ৭১ জন
এ নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যেও স্বচ্ছতা ও ন্যায্যতার দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে জেলা পুলিশ প্রশাসন।