পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট অঙ্গনে ঘটলো এক চরম মর্মান্তিক ঘটনা। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন উদীয়মান ফাস্ট বোলার আলীম খান। সোমবার, ৫ মে, বান্নুতে অনুষ্ঠিত পিসিবি চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচ চলার সময় বল করছিলেন আলীম। হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ার ইনামউল্লাহ খান জানান, “বোলিং করার সময় হঠাৎ সে পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই চিকিৎসা সহায়তা নেই এবং হাসপাতালে নিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর ফিরে আসেনি।”
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ডমেস্টিক ক্রিকেট, আব্দুল্লাহ খুররম নিয়াজি এক বিবৃতিতে এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আলীম খানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃখের মুহূর্তে তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
পারিবারিক সূত্রে জানা গেছে, বান্নুর বাসিন্দা আলীমকে তার নিজ এলাকায় দাফন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে আলীম ইতোমধ্যেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সম্ভাবনাময় ক্যারিয়ার থেমে গেল অকালে।
এই ট্র্যাজেডি ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা ও মাঠে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। যদিও পিসিবি এখনো পুরো ঘটনার তদন্ত নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।