লা কার্তুজার মাঠে অনুষ্ঠিত কোপা দেল রের ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে, ম্যাচের শেষ দিকে জুলস কোন্দের করা গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা। এই জয়ে স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টে নিজেদের ৩২তম শিরোপা নিশ্চিত করল বার্সা।
কোচ হান্সি ফ্লিক অবশ্য এখানেই থেমে যেতে চান না। কোপা দেল রের শিরোপা জয়ের আনন্দের মাঝেও তিনি বড় স্বপ্ন দেখছেন—ট্রেবল জয়ের। আর এই স্বপ্ন এখন পুরোপুরি বাস্তবসম্ভবও। লা লিগায় বার্সেলোনা টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ইয়ামাল, রাফিনহা ও তোরেসদের দল ৪ পয়েন্ট এগিয়ে আছে। মৌসুমের শেষদিকে এসে এই ব্যবধান ধরে রাখতে পারলে বার্সা লিগ শিরোপাও পুনরুদ্ধার করতে পারবে।
এছাড়া ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে বার্সা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। আগামী ১ মে, প্রথম লেগে ইন্টারকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে কাতালানরা। দুই ফ্রন্টে লড়াইয়ের জন্য খেলোয়াড়দের ইতোমধ্যেই প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন জার্মান কোচ ফ্লিক।
কোপা দেল রের শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ফ্লিক বলেন, “রিয়াল মাদ্রিদের মতো বড় দলের বিপক্ষে জয় সব সময়ই বিশেষ কিছু। খেলোয়াড়দের জন্য আমি গর্বিত। গ্যালারিতে আমাদের সমর্থকরা দারুণ পরিবেশ তৈরি করেছিল। এই শিরোপা তাদের জন্য। আপাতত আমরা উদযাপন করব, এরপর সামনের বড় লক্ষ্য নিয়ে ভাববো। আমাদের সামনে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, তবে তার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে।”