Shahjadpur (Sirajganj) Correspondent:
গতকাল ২ মে শুক্রবার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওস্তাদ শাহাদৎ হোসেন ঝুনু ও ওস্তাদ আব্দুল ওয়াহাব কুনু স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত খেলায় দিনাজপুর ঘোড়াঘাট একাদশ ও শাহজাদপুর একাদশের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত
সময়ের খেলায় কোনো গোল না হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে । উত্তেজনাপূর্ণ সেই টাইব্রেকারে ৫-৪ গোল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ঘোড়াঘাট ফুটবল একাদশ। ম্যাচজুড়ে অনবদ্য নৈপুণ্য দেখানো এবং ট্রাইব্রেকারে দুর্দান্ত
সেভের মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ায় ঘোড়াঘাটের গোলরক্ষক রকি অর্জন করেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক প্রফেসর ড.এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাসেল সাবরিন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আওয়াব আলী এবং উপজেলা এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে খেলা শুরু হওয়ার আগে সপ্তবর্ণ মডেল স্কুল এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন ।