দুই ম্যাচের সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বাধীন দলটি শনিবার ও সোমবার (১৮ ও ২০ মে) স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। এরপর বাংলাদেশ দল পাকিস্তানে যাবে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার—১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ইথান ডি’সুজা এবং মিডিয়াম পেসার মতিউল্লাহ খান। দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে আমিরাত দল, যারা সর্বশেষ খেলেছিল গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এবং ফাইনালে কুয়েতকে হারিয়েছিল।
দলটির নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মুহাম্মদ ওয়াসিম। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে সাজানো হয়েছে এই স্কোয়াড, যারা বাংলাদেশ দলের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড:
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহায়েব, মুহাম্মাদ জুহায়েব, রাহুল শর্মা, সগির খান, সঞ্চিত শর্মা ও সিমরানজিৎ সিং।
আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকা এই দুই দল মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।