বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার ইনস্টাগ্রামে জানিয়েছে, ২১ মার্চ ফোরম্যান পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৭৪ সালের ৩০ অক্টোবর কঙ্গোর কিনসাসায় মোহাম্মদ আলীর সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ নামে পরিচিত বিখ্যাত লড়াইয়ে অংশ নেন ফোরম্যান। এই লড়াইকে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্টগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
ফোরম্যানের পরিবার তাঁর আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে। তাঁর অবদান এবং স্মৃতি ক্রীড়া প্রেমীদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।