রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি কর ফাঁকির অভিযোগের মুখে পড়েছেন এবং চার বছরের কারাদণ্ডের আশঙ্কা রয়েছে। স্পেনের কর দপ্তরের দাবি, ২০১৪-১৫ সালে রিয়াল মাদ্রিদে তার প্রথম মেয়াদে তিনি আয়ের তথ্য সঠিকভাবে প্রকাশ করেননি। অভিযোগ অনুযায়ী, আনচেলত্তি প্রায় ৮ লাখ ৩৩ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন।
আগামী ২ এপ্রিল তাকে আদালতে হাজির হতে হবে, যা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ সময়। এর আগের দিনই তারা কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে এবং ছয় দিন পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলবে।
৬৫ বছর বয়সী আনচেলত্তি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে ২০১৪ সালে কর সংক্রান্ত কিছু সমস্যা হয়েছিল, তবে এজন্য নিজের হিসাবরক্ষকদের ভুলকে দায়ী করেছেন। তার দাবি, স্পেনে ১৮৩ দিনের কম সময় থাকার কারণে তার কর দেওয়ার বাধ্যবাধকতা ছিল না। তবে প্রসিকিউশন বলছে, সেই সময় তার মূল উপার্জনের উৎস ছিল রিয়াল মাদ্রিদ, যেখানে তিনি ২০১৬ সালের ডিসেম্বরে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে যোগ দেন।
যদি দোষী প্রমাণিত হন, তবে আনচেলত্তির চার বছরের কারাদণ্ড হতে পারে। তবে তিনি আত্মবিশ্বাসী যে আদালত তাকে নির্দোষ ঘোষণা করবে। এ বিষয়ে আনচেলত্তি বলেছেন, “এটি পুরনো একটি বিষয়। প্রসিকিউশন মনে করে আমি ২০১৫ সালে স্পেনের বাসিন্দা ছিলাম, কিন্তু আমি তা মনে করি না। জরিমানার অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং বিষয়টি আমার আইনজীবীদের হাতে। আমি নিশ্চিত, আমি নির্দোষ। এখন বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
স্পেনের ফুটবলে কর সংক্রান্ত বিতর্ক নতুন কিছু নয়। এর আগে লিওনেল মেসি এবং তার বাবা হোর্হে মেসিও কর ফাঁকির দায়ে অভিযুক্ত হয়েছিলেন। ২০০৭-২০০৯ সালের মধ্যে তারা ৩৪ লাখ পাউন্ড কর ফাঁকি দেন এবং ২০১৬ সালে মেসি ২১ মাসের কারাদণ্ড পেলেও জরিমানা দিয়ে তা এড়িয়ে যান।