মুশফিকুর রহিমের অবসরের কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।
অবসরের পোস্টে তিনি লেখেন,
“সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।”
He also said,
“বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার কোচ ও পরামর্শক ছিলেন।”
অবসরের সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথাও উল্লেখ করে তিনি লেখেন,
“সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু আপনাকে তা মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।”

একজন নীরব যোদ্ধার বিদায়
আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন, যার ফলে বাংলাদেশের জার্সিতে তাকে আর বাইশ গজে দেখা যাবে না।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ বাংলাদেশের অন্যতম সফল অলরাউন্ডার। দেশের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরিয়ান, ২০১৫ বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার অন্যতম নায়ক, বহু ম্যাচে দলকে জিতিয়ে দেওয়া একজন নির্ভরযোগ্য পারফরমার ছিলেন তিনি।
তার বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি ঘটলো। এখন সময় ইতিহাসের অংশ হয়ে স্মৃতির পাতায় স্থান পাওয়ার।
বাংলাদেশ ক্রিকেটের জন্য মাহমুদউল্লাহ রিয়াদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 🏏❤️