আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি :
বিশ্ব যুব দক্ষতা দিবস প্রতি বছর জুলাই মাসের ১৫ তারিখ পালিত হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য:(কৃত্তিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার যুবদের ক্ষমতায়ন) এই দিনটি কর্মসংস্থান, শোভন কাজ এবং উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে তরুণদের সজ্জিত করার কৌশলগত তাৎপর্যকে তুলে ধরে। বর্তমান যুবসমাজ এমন একটি জেনারেশন, যারা একদিকে যেমন নিজের ক্যারিয়ারের জন্য লড়াই করছে তেমন অন্যদিকে বিভ্রান্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। দক্ষতা থাকা সত্ত্বেও সঠিকভাবে সেটিকে প্রয়োগ করতে না পারায় অচিরেই সেগুলো হারিয়ে যাচ্ছে। আর এই সচেতনতা বাড়ানোর জন্যই প্রতিবছর ১৫ জুলাই পালন করা হয় বিশ্ব যুব দক্ষতা দিবস।
২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। তখন থেকে দিবসটি যুবসমাজের কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরতে উদযাপিত হয়ে আসছে। যুবদের এমন দক্ষতা করার প্রয়োজন যাতে মনোযোগ আকর্ষণ করে যা তাদেরকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এর জন্য স্থিতিস্থাপক করে তুলতে পারে।