হাসিন আরমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
বুধবার (১৪ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ঢাবিতে লাশ পড়ে, ইন্ট্রিম কি করে’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেবো না’—ইত্যাদি স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন,
“সাম্য হত্যাসহ গত ১৭ বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের অসংখ্য সহকর্মী নির্মমভাবে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতিকে প্রত্যাখ্যান করি।”
He also said,
“ঢাবি হোক কিংবা কুবি—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে উপাচার্যদের আর দায়িত্বে থাকার অধিকার থাকে না। সাম্য হত্যার দ্রুত বিচার নিশ্চিত না হলে আমরা সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।”
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।