পবিপ্রবি প্রতিনিধি :
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সামাজিক উদ্যোগভিত্তিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ-এর বাংলাদেশের জাতীয় পর্বে প্রথমবারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে একটি দল প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস ও প্রানণ মিলে গঠিত দল “টিম বাগ এক্স”, যারা “হাল্ট প্রাইজ অ্যাট পিএসটিইউ ২০২৫”-এর চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
১৭ মে জাতীয় প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা আগামী ১৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারই প্রথম হাল্ট প্রাইজের জাতীয় পর্ব বাংলাদেশে আয়োজন করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ৫৫টি দল অংশ নিচ্ছে।
পবিপ্রবির ইতিহাসে প্রথমবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ
এই প্রতিযোগিতায় “টিম বাগ এক্স”-এর অংশগ্রহণ পবিপ্রবির ইতিহাসে একটি নতুন অধ্যায়, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এতে প্রমাণ হয়, পবিপ্রবির শিক্ষার্থীরা বৈশ্বিক মঞ্চেও নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে প্রতিনিধিত্ব করতে সক্ষম।
হাল্ট প্রাইজ: তরুণদের বিশ্বমঞ্চ
হাল্ট প্রাইজ হলো জাতিসংঘের সহায়তায় পরিচালিত বিশ্বের বৃহত্তম স্টুডেন্ট-স্টার্টআপ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। প্রতিবছর বিশ্বজুড়ে লক্ষাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন দল ১ মিলিয়ন ডলার স্টার্টআপ ফান্ড পায়।
বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দ ও শুভকামনা
টিম বাগ এক্স-এর এই অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা দলটির সফলতা কামনা করেছেন।
“টিম বাগ এক্স-এর এই যাত্রা আমাদের গর্বিত করেছে। জাতীয় পর্যায়ে তারা যেন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও উজ্জ্বল করতে পারে, সে কামনা করি।” — এক শিক্ষকের প্রতিক্রিয়া।