Pavipravi Representative:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) আয়োজিত ‘রিসার্চ ফেস্টিভ্যাল–২০২৫’ অনুষ্ঠানের ব্যানারে ৯টি বানান ভুল নিয়ে সমালোচনা তৈরি হলেও, এ নিয়ে সংবাদ লিখতে গিয়ে এক সাংবাদিক নিজেই ১৫টি বানান ভুল করেছেন—এ নিয়ে এখন চলছে আরও বেশি আলোচনা ও সমালোচনা।
রবিবার (১৮ মে) পবিপ্রবির টিএসসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘রিসার্চ ফেস্টিভ্যাল–২০২৫’। অনুষ্ঠানের শুরুতেই ব্যানারে একাধিক বানান ভুল চোখে পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সরিয়ে ফেলার নির্দেশ দেয়। তবে ব্যানারের বানান ভুল নিয়ে একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, সংবাদদাতা তানভীর আহমেদ নিজেই করেছেন অন্তত ১৫টি বানান ভুল।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করেছেন, সংবাদটিতে অনুষদের নাম, শিক্ষকদের নাম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের বানানে ভুল ছিল। বিষয়টি নিয়ে উঠেছে সাংবাদিকের পেশাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদনা নীতির প্রশ্ন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, তানভীর আহমেদ একাধারে নিজেকে সাংবাদিক ও ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ক্যাম্পাসে তার বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, শিক্ষকদের অপ্রয়োজনীয়ভাবে হয়রানি এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে।
সংবাদটি ঘিরে বিতর্কের মুখে তানভীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সংবাদে বানান ভুল স্বাভাবিক বিষয়। এটা নিউজ, বানান ভুল হলে আবার সংশোধন করে নিলেই হয়।”
তবে দায় এড়াতে তিনি পত্রিকার সম্পাদককে দায়ী করে বলেন, “নিউজ সংশোধন করে প্রকাশ করা সম্পাদকের দায়িত্ব। রিপোর্টার তো কাঁচা কপি পাঠায়।”
এ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিনিধি কোনো ধরনের সংশোধন ছাড়াই নিউজটি পাঠিয়েছিল। আমাদের পক্ষ থেকে এখন তা সংশোধনের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, এর আগেও তানভীর আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাংবাদিকতা জগতে এমন ‘ত্রুটিপূর্ণ সাংবাদিকতা’র ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সঠিক তথ্য পরিবেশনের পাশাপাশি সংবাদে ভাষা ও বানানের যথার্থতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।