Pavipravi Representative:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক শিব নাথ পাট্টাদারকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমোদনহীন ছুটি গ্রহণ এবং প্রশাসনিক আদেশ অমান্য করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিব নাথ পাট্টাদার আগস্ট ২০১৭ থেকে জানুয়ারি ২০২০ সাল পর্যন্ত পূর্ণ বেতনে আমেরিকায় পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষা ছুটিতে যান। এরপর তিনি আরও এক বছর অর্ধ বেতনে এবং পরবর্তী এক বছর বিনা বেতনে ছুটি মঞ্জুর নেন।
তবে সব ছুটির মেয়াদ শেষ হলেও তিনি কর্মস্থলে ফেরেননি এবং পুনরায় ছুটি চেয়ে কোনো আবেদনও করেননি। এতে করে বিভাগের একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। এ বিষয়ে ২০২৩ সালের ৩১ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে আরও দুই দফা নোটিশ দিলেও তিনি কোনো উত্তর দেননি।
পরবর্তীতে ৫৩তম রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, তার আচরণ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
একইসাথে আদেশে বলা হয়েছে, এক মাসের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল ভোগকৃত সম্পত্তি এবং শিক্ষা ছুটির বন্ড অনুযায়ী প্রাপ্য অর্থ ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন Said,
“জনাব শিব নাথ আমেরিকা থেকে আর ফিরছেন না বলেই ধারণা করা হচ্ছে। তাকে তিনবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য প্রয়োজনে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
রেজিস্ট্রার আরও জানান, এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, এটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ.