Abu Hasnat Tuhin, Pavipravi Correspondent:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের অন্যান্য গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে এ পরীক্ষায় ১২শত ৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিল ১১শত ১ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৮৯.৫১ শতাংশ ।
ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সর্বাত্মক প্রস্তুতি। পরীক্ষা চলাকালে কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।
ভর্তি পরীক্ষা চলাকালে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য যা প্রয়োজন, আমরা তা নিশ্চিত করেছি।”
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ভবনের প্রবেশপথে নিরাপত্তা উপ-কমিটি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন।
ভাইস-চ্যান্সেলরের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. আরিফুর রহমান ও ভিসি দপ্তরের সহকারী রেজিস্ট্রার সুইন আহমেদ প্রমুখ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।