Pavipravi Representative:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সকাল ১১ টায় কুয়াকাটা ইন্টারন্যাশনাল হোটেল গ্রেভার ইনে ভৌতিক জালের কারণ প্রভাব ও প্রতিকার বিষয়ক: ‘নাগরিক-নীতিনির্ধারক সংলাপ’ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ তানজিমুদ্দিন খান, প্রফেসর ড. মাসুমা হাবিব, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মহসীন হোসেন খান, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, আরটিসি পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন-অর-রশিদ, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা সহ অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।