সমাপ্তী খান,মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান উন্নয়নের লক্ষ্যে “Tex Quiz – 01” শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে টেক্সটাইল ক্লাব।
সোমবার (২৬ মে) দুপুর ২টায় বিভাগের নির্ধারিত কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে (সিনিয়র ও জুনিয়র) বিভক্ত ছিল। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা তিনজন করে মোট ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। কুইজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ শাখাসমূহ— স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ও গার্মেন্টস বিষয়ে প্রশ্ন রাখা হয়।
পুরস্কার বিতরণী পর্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক হয় এবং তাদের পেশাদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখে।”
টেক্সটাইল ক্লাবের সভাপতি সাকিব বলেন, “Tex Quiz – 01 আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে চিন্তা ও জানার সুযোগ করে দিয়েছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই।”
সাধারণ সম্পাদক রাকিব বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাফল্যের মূল ভিত্তি। আমরা চাই তারা নিয়মিতভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিক।”
সহ-সভাপতি মো. হ্নদয় হোসেন বলেন, “Tex Quiz – 01 আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ভবিষ্যতে বড় আয়োজনের জন্য আমাদের অনুপ্রাণিত করছে।”
উল্লেখ্য, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, পেশাদারিত্ব ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে এবং দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল পেশাজীবীদের সঙ্গে সংযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে।