Iqbal Hassan Mahmud Sajid, Butex Representative:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট আসনের প্রায় ৫১ শতাংশই ফাঁকা রয়েছে। ভর্তি হয়েছেন মাত্র ৪৯ শতাংশ শিক্ষার্থী।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৬ মার্চ প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুটেক্সের ১০টি বিভাগের অধীনে মোট ৬৩০টি আসনের বিপরীতে মেধাক্রম ১ থেকে ৬৪০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার প্রার্থীদের ভর্তির জন্য আহ্বান জানানো হয়। তবে ভর্তি কার্যক্রমের প্রথম দিনে ভর্তি হয়েছেন ৩০৭ জন শিক্ষার্থী। ফলে এখনও ৩২৩টি আসন শূন্য রয়েছে।
পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে। সে দিন সকাল ৮টা থেকে মেধাক্রম ৬৪১ থেকে ৯৬৩ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে মেধাক্রম ৯৬৪ থেকে ১৩৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হবে।
ভর্তির সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপাচার্য বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীরা আজ ভর্তি সম্পন্ন করেছে। খুব শিগগিরই আমরা দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করব। এ বছর ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন যে কৌশল নিয়েছিল, তারই ফল আমরা দেখতে পাচ্ছি।”
উল্লেখ্য, চলতি বছরের বুটেক্স ভর্তি পরীক্ষা ৭ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন মোট ১২,৮০০ জন শিক্ষার্থী।