কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৯ মে) বিকেল ৫টায় শহিদ মিনার, জিয়া চত্বর এবং বিজয়-২৪ হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে হাসনাহেনা, কাঠবাদাম ও আমলকী গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল বলেন, “আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ক্যাম্পাসে সবুজায়ন কর্মসূচি হাতে নেওয়ার। তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা আজ এই কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “সাধারণত বৃষ্টির সময় গাছ লাগানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়। শহীদ মিনারের পূর্ব পাশে একটি গাছ মরে যাওয়ায় দীর্ঘদিন জায়গাটি খালি পড়ে ছিল। তাই পূর্বের ন্যায় সেখানে আবারও হাসনাহেনা গাছ লাগানো হয়েছে। পাশাপাশি জিয়া চত্বর ও হল প্রাঙ্গণে কিছু গাছ লাগানো হয়েছে। আমরা বড় পরিসরে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেব।”
He also said, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের মরুভূমিতে গাছ লাগিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই এ কার্যক্রম শুরু করেছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিসান খান, আব্দুল্লাহ মোহাম্মদ মাসুদ, মোফাজ্জল হোসেন, নাঈম হোসেন, সাদেক সাকের, মুন্তাসির বিল্লাহ পাটোয়ারী ও মোরশেদুল ইসলাম।
ছাত্রদল নেতারা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।