কুবি প্রতিনিধি:
পরিবেশ রক্ষার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একদল শিক্ষার্থীর উদ্যোগে পরিচালিত হচ্ছে পরিবেশ রক্ষার ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীসহ সকলকে পরিবেশ নিয়ে সচেতন থাকার উদ্দেশ্যে ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনটি ‘GreenSteps Bangladesh’ নামের এক পরিবেশবান্ধব সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যা পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করেন।
তাদের এই ক্যাম্পেইনে আজ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়। প্লাস্টিক-পলিথিনের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার, যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা, চারপাশ পরিস্কার-পরিচ্ছিন্ন রাখা ও গাছ রোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করতে শিক্ষার্থী-কর্মকর্তাদের উদ্বুদ্ধ করা হয়।
ক্যাম্পেইন সম্বনয়কারী সাদেকুর রহমান বলেন, ‘GreenSteps Bangladesh’ পরিবেশবান্ধব পৃথিবী গঠনে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি পরিবর্তনের শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে। একটি ছোট পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুললেই আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি টেকসই একটি ভবিষ্যৎ।
জানা যায়, তাদের এই পরিবেশবান্ধব কার্যক্রম আশেপাশের স্কুল-কলেজসহ বিভিন্ন এলাকায় চলমান থাকবে।