দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলার পথকে আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সময়োপযোগী করে তুলতে পরিবহন খাতে যুক্ত হলো আইএফআইসি ব্যাংক এর অর্থায়নে ৫০ সিটবিশিষ্ট একটি আধুনিক ও আরামদায়ক বাস।
বুধবার (১৫ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই বাসটি শুধুই ধাতব কাঠামো নয়—এটি শিক্ষার্থীদের সময় সঞ্চয়ের প্রতীক, নিরাপদ চলাচলের নিশ্চয়তা, আর বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন। পবিপ্রবি আজ আরও এক ধাপ এগিয়ে গেল। আমি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মুহসীন হোসেন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার এম. কে. জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং একঝাঁক উচ্ছ্বসিত শিক্ষার্থী।