Mujahidul Islam, JB Correspondent:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রথম দিনের হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হতে শুরু করেন।
গতকাল (১৪ মে) প্রথম দিনের কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উপস্থাপন করছিলাম। কিন্তু আমাদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—
১. হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি,
২. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা,
৩. শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা।
অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক।