নকীব মাহমুদ জামী; পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটির আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে গণিত বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. শামীম হোসেনকে আহ্বায়ক এবং একই ব্যাচের মো. নাহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক এ কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মো. শামীম হোসেন (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,নাটোর), সদস্য সচিব মো. নাহিদুল ইসলাম (ইন্সপেক্টর, বাংলাদেশ ডাক বিভাগ)।
যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাফিজুর রহমান নয়ন, এ.কে.এম. লুৎফর রহমান, মো. আবুল বাশার, ইসমা একরাম, মো. সাখাওয়াত হোসেন টুটুল খান, একরামুল হক লিমন।
সদস্য সাজ্জাদ হোসেন জিতু, মো. সাদ্দাম হোসেন, মো. নাসিদুজ্জামান, নূর মোহাম্মদ, জুয়েল রানা, কাওসার আহমেদ, মো. আবদে মান্নাফ, মো. রকিবুল ইসলাম, টি. এম. ফয়সাল আহাম্মেদ, উজ্জ্বল শাহা, মো. আবদুল আজিজ, মো. মুনায়েম হোসেন, হামিদা পারভিন, মো. শরীফুজ্জামান নয়ন, তাসনিম আলম
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. কামরুজ্জামান খান, অধ্যাপক ড. মো. নূর আলম, সহযোগী অধ্যাপক রাজেন্দ্র চন্দ্র ভৌমিক, কানিজ ফাতেমা (প্রভা), শিক্ষার্থী নিঝুম রহমান (১ম ব্যাচ), মো. হাফিজুর রহমান (১ম ব্যাচ)।
অনুষ্ঠানে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর মো. কামরুজ্জামান খান, অধ্যাপক ড. মো. নূর আলম, ড. একরামুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল ইসলাম, সহকারী প্রক্টর সায়মুন্নাহার রিতুসহ গণিত বিভাগের অন্যান্য শিক্ষক, বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
Naqib Mahmud Jami
Pabna University of Science and Technology