Mujahidul Islam, JB Correspondent
আজ ০৪ মার্চ’২৫ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এ সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শিক্ষার্থীদের সাথে সৌজন্য আচরণ করা নাগরিকদের কর্তব্য। কিন্তু আমরা দেখছি রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে আবারো একটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয় সন্ত্রাসী শহিদুলের নেতৃত্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হেনস্তা ও পরবর্তীতে তাদের উপর হামলা চালানো হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃদ্বয় আরও বলেন, শিক্ষার্থীদের ওপর এই নৃশংস হামলায় জড়িত অপরাধীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করেছ না।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।