Abu Hasnat Tuhin, Pavipravi Correspondent:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স রুমে “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব-নেতৃত্বাধীন প্ল্যাটফর্মগুলির মধ্যে সহযোগিতা” সম্পর্কিত শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইএসডিএম ক্লাব।
এই কর্মশালার সার্বিক সহোযোগিতায় ছিলো নারী ও তরুণদের ক্ষমতায়নে কাজ করা সংগঠন জাগোনারী এছাড়াও সহোযোগিতায় কাজ করছে সেভ দ্যা চিলড্রেন, টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে রাইমস এবং অর্থায়নে ছিলেন জার্মান ফেডারেল ফরয়েইন অফিস।
উক্ত আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ, তথ্য ও জ্ঞানের বিনিময় এবং নেতৃত্ব বিকাশে সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করেন।
জাগোনারীর পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালার উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা ভাগাভাগি ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, যাতে তারা স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।
কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাগোনারী ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থী (তিন জন) পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত যথাক্রমে ওমর ফারুক ইমরান, ইশরাত জাহান ঐশি এবং ইশরাত জাহান সুমাইয়া তাদের ফেলোশিপ রিপোর্ট উপস্থাপন করেন।
কর্মশালায় আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ইএসডিএম ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন সহ ক্লাবের বিভিন্ন প্রতিনিধিদের সাথে পবিপ্রবি শিক্ষার্থীরা। কর্মশালার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইএসডিএম ক্লাব এর সাধারণ সম্পাদক মো: ফারদিন হাসান।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো: মহসীন হুসাইন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব রব্বানি, এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ ও দূর্যোধন ব্যবস্থাপনা অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাগোনারীর সিসিএএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এইচ এম মনিরুজ্জামান প্রিন্স, প্রোগ্রাম অফিসার লাইজু আক্তার, মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু, সেইফ দ্যা চিলড্রেনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্চিতা হালদার সহ প্রকল্পের আওতাধীন প্রতিনিধিরা।