হাসিন আরমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েসের ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশিত হবে। আগামী ১২ থেকে ১৫ মে পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, “রাত থেকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে সাবজেক্ট চয়েসের ফলাফল দেখতে পারবে। পাশাপাশি ফলাফল এসএমএসের মাধ্যমেও জানানো হবে।”
ভর্তির ফি সম্পর্কে রেজিস্ট্রার জানান, “মোট ভর্তি ফি ১৪,৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নির্ধারিত অতিরিক্ত ফি যোগ হবে। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।”
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২টি কেন্দ্রে ৭,৬৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। একই দিনে ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে পরীক্ষা দেন ২১,৯৯৯ জন। এরপর ২৫ এপ্রিল অনুষ্ঠিত ‘বি’ ইউনিটে অংশগ্রহণ করেন ১৬,৭৫৮ জন পরীক্ষার্থী।
এ বছর ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫%, ‘সি’ ইউনিটে ৬৯.৭৫% এবং ‘বি’ ইউনিটে পাসের হার ৪৯.৭১ শতাংশ।