Job Representative:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিএনসিসি কন্টিনজেন্টের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ, বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের একটি ক্লাসরুমে আয়োজিত এ মাহফিলে প্রায় শতাধিক রানিং ক্যাডেট অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউও ও অফিসার ইনচার্জ ড. মো. আবু হানিফ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পিইউও মো. শফিকুল ইসলাম, পিইউও ড. আতিয়ার রহমান ও পিইউও ড. সাজিয়া আফরিন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন ক্যাডেট সার্জেন্ট আব্দুল মোতাকাব্বির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের শুভ সূচনা করা হয়। এরপর দোয়া পরিচালিত হয়, যেখানে জাতির উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার পূর্ব আলোচনা পর্বে পিইউও ড. আতিয়ার রহমান ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন,
“আমি সকল ক্যাডেটদের প্রতি দেশসেবার উদাত্ত আহ্বান জানাই। তোমরা শৃঙ্খলা, সময়নিষ্ঠতা ও সততার মাধ্যমে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। ক্যাডেটরা শুধু নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা গ্রহণ করে না, বরং তারা দেশপ্রেম ও আত্মত্যাগের মহান ব্রতেও উজ্জীবিত হয়। দেশের কল্যাণে আত্মনিয়োগ করাই তোমাদের প্রধান দায়িত্ব।”
ইফতার মাহফিলে অংশগ্রহণ করা ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো. মাহফুজুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন,
“আজকের ইফতার মাহফিলের আয়োজন ছিল অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল। প্রায় সকল রানিং ক্যাডেটই এতে অংশ নিয়েছে। পিইউও ও ক্যাডেটদের সঙ্গে ইফতার করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে।”