ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী পরিচালিত রেডিও সংগঠন বিইউ রেডিও আজ উদযাপন করলো তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি সফলভাবে ছয় বছর অতিক্রম করে সপ্তম বছরে পদার্পণ করেছে।
উপলক্ষ্যে সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম, বিইউ রেডিওর উপদেষ্টা মণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপাচার্য তার বক্তব্যে বিইউ রেডিওর কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
বিইউ রেডিওর সভাপতি বলেন,
“এই সংগঠন একদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে সম্মানজনক অবস্থান তৈরি করবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব আরও গর্বের সঙ্গে করতে চাই।”
প্রতিষ্ঠার পর থেকেই বিইউ রেডিও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। সংগঠনটি সময়ের সঙ্গে আরও পরিপক্ব ও সংগঠিত হচ্ছে।