মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি:
দেশের ১ম মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।৪মে (রবিবার) ঢাকার মিরপুরস্থ মোয়াজ্জেম হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাথে নবীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যাত্রা, মূল্যবোধ, সুযোগ এবং বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতেই মূলত এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য,রেজিস্ট্রার,ট্রেজারার,শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও আসন গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য শিক্ষার্থীদের আসন গ্রহণ,পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রোমো ভিডিও ও স্লাইড শো প্রদর্শন করা হয়। পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীরা ও উপাচার্য মহোদয় তার মূল্যবান বক্তব্য রাখেন।এছাড়াও প্রক্টরিয়াল বিধি ও বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় সকল নবীন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন,উদ্ভাবনের কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য সকল নবীন শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার অত্যন্ত আধুনিক মানের এবং বিশ্ববিদ্যালয়ের যেসব ফ্যাকাল্টি বর্তমানে চালু আছে তা দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব – বলেন তিনি।
এসময় ওরিয়েন্টেশনে আসা অনেক নবীন শিক্ষার্থীরা ও অভিভাবকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
উল্লেখ্য,প্রতি বছর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪টি অনুষদের অধিনে ৫টি বিভাগে মোট ২০০জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান।